আজ ১১৬ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৩১শে জুলাই ২০২৪, ১১৬তম প্রাইজবন্ড ড্র নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। তিন মাস পর পর অনুষ্ঠিত হওয়া এই ড্রটি নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। বিশেষ করে চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকেই মনে করছিলেন, ড্রটি পিছিয়ে যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, করোনা মহামারির সময় প্রাইজবন্ডের ৯৯তম ড্র প্রায় এক মাস পিছিয়ে গিয়েছিল। সেবার ৩০শে এপ্রিলের পরিবর্তে ৪ঠা জুন ড্রটি অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার সেই পরিস্থিতি হয়নি।
এবারের ড্রতে নতুন কোন সিরিজ যুক্ত করা হয়নি। মোট আশিটি সিরিজের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ফলাফল প্রকাশের পর আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ সকল মিডিয়ায় তা প্রকাশ করা হবে।
                                            
মোট ০ টি মতামত/মন্তব্য