কত দিনের মধ্যে প্রাইজবন্ডের পুরস্কার দাবি করতে হয়?
'ড্র' অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থেকে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়। অর্থাৎ যেদিন ফলাফল প্রকাশিত হয়েছে, ঐ তারিখ থেকে দুই বছর পর পর্যন্ত আপনি পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আমাদের প্রকাশিত প্রতিটি ফলাফলের পেইজে পুরস্কারের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ দেওয়া আছে। কিভাবে পুরস্কারের টাকার জন্যে আবেদন করতে হয়, তা জানতে এই লিখাটি পড়তে পারেন।
মোট ২ টি মতামত/মন্তব্য
Didar Alam
আমি তো কখনো মিলিয়ে দেখিনি। এখন কি কোন ব্যবস্থা আছে যদি আমি পূর্বের কোন ড্রতে পুরস্কার জিতে থাকি তা এখন পাওয়ার। জানালে উপকৃত হবো।
Md Keramat Hossain
I win the 2nd position on 34 Prize bond Draw .But I can't check the result with my prize bond due to my business. I want to get the benefit . how to possible ?