কত দিন আগে কেনা প্রাইজবন্ডের ড্র'র আওতায় আসবে?

ক্রয় করার সময়, বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ থেকে কমপক্ষে ২ (দুই) মাস পার হলে উক্ত বন্ড ড্র'র আওতায় আসবে। বিক্রয় তারিখ প্রাইজবন্ডের উপরে সিল করে দেওয়া থাকে।