প্রাইজবন্ড জেতার সম্ভাবনা কতটুকু?
বাংলাদেশে প্রাইজবন্ডের ড্র একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর, এইভাবে পরিচালনা করা হয়। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের প্রতি সিরিজে ১০ লাখ প্রাইজবন্ড থাকে, আর এর মধ্যে ৫টি ধাপে বিজয়ী হয় মাত্র ৪৬টি নাম্বার। আপনার যে কোন একটি প্রাইজবন্ড পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০৪৬%, অর্থাৎ ২১,৭৩৯ টি প্রাইজবন্ডের মধ্যে ১টি প্রাইজবন্ড।
প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার ও জেতার সম্ভাবনাঃ
প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার ও জেতার সম্ভাবনাঃ
- (১) ৬,০০,০০০ টাকার প্রথম পুরস্কার ১টি, পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০০১%
- (২) ৩,২৫,০০০ টাকার দ্বিতীয় পুরস্কার ১টি, পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০০১%
- (৩) ১,০০,০০০ টাকার তৃতীয় পুরস্কার ২টি, পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০০২%
- (৪) ৫০,০০০ টাকার চতুর্থ পুরস্কার ২টি, পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০০২%
- (৫) ১০,০০০ টাকার পঞ্চম পুরস্কার ৪০টি, পুরস্কার জেতার সম্ভাবনা ০.০০৪০%
পুরস্কার জেতার সম্ভাবনা বৃদ্ধির জন্যে আপনি এই তিনটি কাজ করতে পারেন।
- যদি সম্ভব হয় এক সিরিয়ালে প্রাইজবন্ড কেনা। এক সিরিয়ালে আপনার কাছে অনেক নাম্বার থাকলে জেতার সম্ভাবনা বেড়ে যায়।
- পুরাতন প্রাইজবন্ড ক্রয় করা, তাহলে আপনি গত দুই বছরের রেজাল্টের সাথে মিলিয়ে দেখতে পারবেন পুরস্কার জিতেছেন কি না। নতুন প্রাইজবন্ড-এর উপরে, একটি তারিখ সিল করে দেওয়া হয়। ঐ তারিখ থেকে দুই মাস পরের ড্র থেকে এটি পুরস্কার পাওয়ার যোগ্য হবে। তাই চেষ্টা করতে হবে পুরাতন প্রাইজবন্ড ক্রয় করা যায় কি না।
- সর্বোপরি নিয়মিত ড্র রেজাল্ট মিলিয়ে দেখা। অধিকাংশ ক্ষেত্রে প্রাইজবন্ড ড্র ফলাফল মিলিয়ে না দেখার জন্যে মানুষ পুরস্কার জেতা থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক হিসাবে বলা হয়েছে, গত সাড়ে তিন বছরে প্রাইজবন্ডের পুরস্কারের ৩৪ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার কোনো দাবি আসেনি।
প্রাইজবন্ড ড্র ফলাফল সহজে যেন মিলিয়ে দেখতে পারেন এই জন্যে আমরা এই ওয়েবসাইটি তৈরি করেছি। এখানে ২০০৪ সালের পর থেকে প্রতিটি ড্র ফলাফল পাবেন। আপনাদের জন্যে শুভকামনা, আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পাবেন।
মোট ১ টি মতামত/মন্তব্য
মোহাম্মদ আলী
প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪, অপেক্ষায় রইলাম। দেখি এইবার পাই কি না।