প্রাইজবন্ড রেজাল্ট ওয়েবসাইটি কিভাবে কাজ করে?
প্রাইজবন্ড রেজাল্ট ওয়েবসাইটে আপনি আপনার প্রাইজবন্ড নাম্বার সংরক্ষণ করে রাখলে, সর্বশেষ দুই বছরের ড্র'র রেজাল্টের সাথে আপনার প্রাইজবন্ডের নম্বর চেক করে আপনাকে ফলাফল জানিয়ে দিবে। আপনি ভাগ্যবান হলে, ড্র'র তারিখ থেকে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে পারবেন। শুধু পুরনো রেজাল্ট নয়, নতুন ড্র'র সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে আপনার বন্ডের সাথে ফলাফল চেক করে আপনাকে জানিয়ে দেয়া হবে। আপনি চাইলে এসএমএস ও ই-মেইল-এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।
মোট ১ টি মতামত/মন্তব্য
Hasan Mahamud
Thanks for this amazing website.