১১৫ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ২০২৪ তারিখে।

আপডেট
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৫ তম ড্র ফলাফল

১১৫ তম প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। সাধারণত, প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) 'ড্র' অনুষ্ঠিত হয়। তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি (বর্তমানে শুক্র ও শনিবার) বা সরকারি ছুটি (সাধারণ/নির্বাহী আদেশে/ঐচ্ছিক), অথবা অন্য কোন কারনে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। ৩০ এপ্রিল ২০২৪ তারিখে মঙ্গলবার হওয়ায় ঐদিনেই ১১৫ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হওয়া এক প্রকার নিশ্চিত। এর পরেও কোন কারণে তারিখ পরিবর্তিত হলে, আমাদের ফেসবুক পেইজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিবর্তিত তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে।

১১৬ তম ও ১১৭ তম প্রাইজবন্ডের ড্র হওয়ার সম্ভাব্য তারিখঃ
১১৬ তম প্রাইজবন্ড-এর ড্র অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ২০২৪ তারিখে বুধবার।
১১৭ তম প্রাইজবন্ড-এর ড্র অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে বৃহস্পতিবার।