১১৫ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ২০২৪ তারিখে।
আপডেট
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৫ তম ড্র ফলাফল
১১৫ তম প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। সাধারণত, প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) 'ড্র' অনুষ্ঠিত হয়। তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি (বর্তমানে শুক্র ও শনিবার) বা সরকারি ছুটি (সাধারণ/নির্বাহী আদেশে/ঐচ্ছিক), অথবা অন্য কোন কারনে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। ৩০ এপ্রিল ২০২৪ তারিখে মঙ্গলবার হওয়ায় ঐদিনেই ১১৫ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হওয়া এক প্রকার নিশ্চিত। এর পরেও কোন কারণে তারিখ পরিবর্তিত হলে, আমাদের ফেসবুক পেইজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিবর্তিত তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে।
১১৬ তম ও ১১৭ তম প্রাইজবন্ডের ড্র হওয়ার সম্ভাব্য তারিখঃ
১১৬ তম প্রাইজবন্ড-এর ড্র অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ২০২৪ তারিখে বুধবার।
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৫ তম ড্র ফলাফল
১১৫ তম প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। সাধারণত, প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) 'ড্র' অনুষ্ঠিত হয়। তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি (বর্তমানে শুক্র ও শনিবার) বা সরকারি ছুটি (সাধারণ/নির্বাহী আদেশে/ঐচ্ছিক), অথবা অন্য কোন কারনে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। ৩০ এপ্রিল ২০২৪ তারিখে মঙ্গলবার হওয়ায় ঐদিনেই ১১৫ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হওয়া এক প্রকার নিশ্চিত। এর পরেও কোন কারণে তারিখ পরিবর্তিত হলে, আমাদের ফেসবুক পেইজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিবর্তিত তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে।
১১৬ তম ও ১১৭ তম প্রাইজবন্ডের ড্র হওয়ার সম্ভাব্য তারিখঃ
১১৬ তম প্রাইজবন্ড-এর ড্র অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ২০২৪ তারিখে বুধবার।
১১৭ তম প্রাইজবন্ড-এর ড্র অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে বৃহস্পতিবার।
মোট ১৭ টি মতামত/মন্তব্য
আকাশ
প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪, অপেক্ষায় রইলাম। দেখি এইবার পাই কি না।
Akash Howladar
প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪, অপেক্ষায় রইলাম। দেখি এইবার পাই কি না।
Akash Howladar
প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪, অপেক্ষায় রইলাম। দেখি এইবার পাই কি না।
Akash Howladar
প্রাইজবন্ড ড্র ৩০ এপ্রিল ২০২৪, অপেক্ষায় রইলাম। দেখি এইবার পাই কি না।
Mostofa
Koto din age kinte hoi pricebond
miss Nadia Aktar Nowshin
মহান আল্লাহ পাক ভাল জানেন আমার ভাগ্য আছে কি নাই
miss Nadia Aktar Nowshin
মহান আল্লাহ পাক ভাল জানেন আমার ভাগ্য আছে কি নাই
miss Nadia Aktar Nowshin
এবার জানিনা আমার ভাগ্য আছে কি নাই
Rume Alam
Amar kasey 100 Takar, 100+ Prize bond asey, 14/15 bosor jabot miliye dekhini, akhon ki kora jay ?
শিল্পী আক্তার
দীর্ঘদিন যাবত লটারি ধরে বসে আছি কিন্তু এখনো পাই নাই আমরা সাধারণ মানুষ পাব কিনা আজও জানিনা
মোহাম্মদ প্লাবন আহমেদ রাজন
মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে কখনো যদি আমি এই ড্র পাই তাহলে মহান আল্লাহ তায়ালা রব্বুল আলামিনের ঘরে আমার যতটুকু সম্ভবদান করব ইনশাআল্লাহ
আব্দুল বাছিত
আমি চাইলে কি যে কোন ব্যাংক থেকে আমার প্রাইজ বন্ড চেঞ্জ করে নিতে পারব
আব্দুল বাছিত
আশায় আছি যদি আল্লাহ পাক আমার ভাগ্যে লিখে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি পাব
মহিম হাসান বাবু
ড্র তে কি পাওয়া যাবে বলবেন
md.elias uddin
আমি ৫০০০০ টাকার প্রইজবন্ড পেয়ে ছিলাম ১০ তম
Arman hossain
আজ পর্যন্ত কাউকে তো পাইতে দেখলাম না।। কিনতে গেলেও ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহার দেখে মনে হয় ভিক্ষা চাইতে গিয়েছি। তাও অল্প অল্প করে ১০০ টা কিনে রাখছি। দেখি ভাগ্যে কি হয়।
খোকন মন্ডল
আমি মনে করি ১০০ টাকার নতুন এবং পুরাতন যতগুলি প্রাইজবন্ড সবগুলি একত্রিত করে খেলায় অংশ গ্রহণ করেন? না সংযুক্ত ব্যাংকের কর্মকর্তাদের বা যোগাযোগ এর মাধ্যমে এই খেলাটি করে থাকেন। ব্যাংকের কাছে প্রাইজবন্ড চাইতে গেলে নাই বলে তিনারা জানিয়ে দেন। খোঁজ নিয়ে দেখা যায় তাদের কাছে আছে কিন্তু দিবেন না। কারন হাতে থাকলে তাতক্ষনিক কিনে টাকাটা হাতিয়ে নেব। ১০ বছর হতে যায় মিলছে না, এরকম অনেকেরই।