১১৭তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ৩১শে অক্টোবর ২০২৪
১১৭তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ তারিখে। সাধারণত প্রাইজবন্ড ড্র জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসের শেষ তারিখে অনুষ্ঠিত হয়। তবে, যদি ড্র তারিখ কোনো সরকারি ছুটি বা সপ্তাহান্তের ছুটির দিনে পড়ে, তাহলে এটি পরবর্তী কর্মদিবসে অনুষ্ঠিত হয়। ৩১শে অক্টোবর ২০২৪ তারিখে ড্রটি বৃহস্পতিবারে পড়েছে, তাই এটি নির্ধারিত দিনেই হবে। কোনো পরিবর্তন হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে।
মোট ৩ টি মতামত/মন্তব্য
Supti Ranjan Barua
I like your Facebook...
Abdul Mannaf Mir
আগে পুরস্কারের টাকা থেকে কোনো টেক্স কর্তন করা হতো না। আওয়ামীলীগ সরকারের সময় থেকে 20% হারে টেক্স কর্তন করা হচ্ছে। ফলে অধিক পরিমানে প্রাইজবণ্ড ক্রয়ের আগ্রহ কমে গেছে। অতএব, পুরস্কারের উপর কর মওকুফের আবেদন জানাচ্ছি।
Ashik
প্রাইজ বন্ড ড্রো দেখতে চাই।