১২০তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত, ৬ লাখ টাকা জিতলেন ০৫৪৪২২২ নম্বরধারী

১০০ টাকার মূল্যমানের প্রাইজবন্ডের ১২০তম ড্র আজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ কম্পট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (CGA) ভবনে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এবারের ড্র-এ প্রথম পুরস্কার হিসাবে ৬ লাখ টাকা জিতেছেন ০৫৪৪২২২ নম্বরধারী। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন ০২৪১৭৬৮ নম্বরধারী।

তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পেয়েছেন দুটি নম্বর – ০৫৫৩৮৪৫ এবং ০৯৬৪০৫২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছেন ০০৫৪৩৮২ ও ০১৯৭১৪২ নম্বরধারী।
 সবচেয়ে বেশি সংখ্যক বিজয়ী হয়েছেন পঞ্চম পুরস্কারে – ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর এই পুরস্কার পেয়েছে।

এই ড্রতে মোট ৮২টি সিরিজ থেকে বিজয়ী নির্বাচন করা হয়। প্রতিটি সিরিজে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত মোট ৪৬টি করে পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে এবারের ড্র-এ ৩,৭৭২টি পুরস্কার প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কার দাবি করতে হলে বিজয়ীদের জাতীয় পরিচয়পত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। পুরস্কারপ্রাপ্ত বন্ড যাচাই-বাছাই করে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হবে।

প্রতিবারের মতো এবারও ড্রটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে।