জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রাইজবন্ড-এর খবর


প্রাইজবন্ড নিউজ

প্রাইজবন্ড নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর

প্রাইজবন্ডে গড়ে তুলতে পারেন সঞ্চয়ের ভিত।

সঞ্চয়ের কথা এলেই যে কারও মনে প্রথমেই হয়তো আসে সঞ্চয়পত্রের কথা। কেউ হয়তো ব্যাংকে মাসে মাসে সঞ্চয়ের কথাও ভাবেন, যেটি ডিপিএস নামে বেশি পরিচিত।

সঞ্চয়পত্র বা ব্যাংকের ডিপিএস, যেটিই হোক—এ দুই সঞ্চয়ের জন্য মাসে মোটা অঙ্কের অর্থ লাগে। প্রচলিত সঞ্চয়পত্র কিনতে গেলে লাগে লাখ টাকা। আর ব্যাংকে ডিপিএস করতে হলে মাসে ন্যূনতম ৫০০ টাকা লাগে। তবে এর কমে যাঁরা সঞ্চয় করতে আগ্রহী, তাঁদের জন্য তাহলে সঞ্চয়ের ব্যবস্থা কী? প্রশ্নটি জাগতেই পারে যে কারও মনে। মাসে যাঁরা ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী একেক মাসে একেক পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান, তাঁরা কী করবেন। তাঁদের জন্য সঞ্চয়ের বিকল্প হতে পারে প্রাইজবন্ড।

প্রাইজবন্ডের কথা নিশ্চয়ই জানেন সবাই। কিন্তু এটিও যে আপনার জন্য সঞ্চয়ের বড়...

দুই বছরের মধ্যে না নিলে পুরস্কারের টাকা...

সমাজের বড় একটা অংশই ভাগ্যে বিশ্বাস করে। ভাগ্যের ওপর আস্থাশীল মানুষের জন্যই দেশে প্রাইজবন্ড আকারে একটা সঞ্চয় কর্মসূচি চালু রয়েছে ১৯৭৪ সাল থেকে। সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয়প্রবণতা বৃদ্ধির জন্য এটি চালু করা হয়। সরকার পরিচালিত এ সঞ্চয় কর্মসূচির নাম ‘বাংলাদেশ প্রাইজবন্ড’। এটি বিক্রি করে সরকার জনগণের কাছ থেকে সরাসরি ঋণ নেয়। প্রাইজবন্ড মূলত জাতীয় সঞ্চয় অধ...

প্রাইজবন্ড কিনে ভাগ্য দেখুন।

আপনার ছোট শিশুকে কেউ টাকা দিয়েছেন। এখনই তাঁর নামে ব্যাংক হিসাব খুলতে চাইছেন না। ভাবছেন, কী করবেন। অথবা কাছের কারও বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন বা সুন্নতে খতনা। নগদ টাকা বা উপহার হিসেবে কোনো পণ্যও দিতে চাইছেন না। তাহলে কী করবেন। আপনার জন্য সহজ সমাধান প্রাইজবন্ড দেওয়া। প্রতিটি প্রাইজবন্ডের মূল্য ১০০ টাকা। প্রাইজবন্ড ভাঙিয়ে সহজেই নগদ টাকা পাওয়া যায়। আবার ধরে রা...

কেন প্রাইজবন্ড এর রেজাল্ট দেখতে এই ওয়েবসাইটি ব্যবহার করবেন?

আপনি এখানে তিনটি সহজ উপায়ে, গত দুই বছরে হওয়া ড্রয়ের সাথে আপনার প্রাইজবন্ডের রেজাল্ট মিলিয়ে দেখতে পারবেন।

প্রথম পদ্বতি প্রাইজবন্ড নাম্বার দিয়ে সরাসরি সার্চ করে দেখা

এই ওয়েবসাইটের হোমপেইজে দেওয়া সার্চ বক্সটি ব্যবহার করে আপনি সহজেই আপনার রেজাল্ট সার্চ করতে পারবেন।

দ্বিতীয় পদ্বতি প্রাইজবন্ড নাম্বার একাউন্টে সংরক্ষন করে রাখা

রেজিস্ট্রেশন করে আপনার প্রাইজবন্ডের নাম্বার গুলো আপনার একাউন্টে সংরক্ষন করে রাখবেন, পরে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি ফলাফল জেনে যাবেন।

তৃতীয় পদ্বতি Excel ফাইল থেকে প্রাইজবন্ড নাম্বার একাউন্টে সংরক্ষন করে রাখা

আপনার কাছে প্রাইজবন্ডের সিরিজ আর নাম্বার যদি Excel অথবা CSV ফাইল আকারে থেকে থাকে, তবে আপনি খুব সহজেই এক ক্লিকে সবগুলো নাম্বার আপনার একাউন্টে যোগ করে নিতে পারবেন। পরে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে তা জানিয়ে দেওয়া হবে।

*** দ্বিতীয় পদ্বতি ও তৃতীয় পদ্বতি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক বার আপনার প্রাইজবন্ড নাম্বার গুলো আপনার একাউন্টে যোগ করা হয়ে গেলে তা আজীবন সংরক্ষিত থাকবে। পরবর্তীতে শুধু আপনি লগইন করলেই, ফলাফল দেখতে পারবেন। ড্র'র ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমেও তা জানিয়ে দেওয়া হবে।

প্রাইজবন্ড রেজাল্ট ওয়েবসাইটের কাজ কি?

আপনি কি জানেন দৈনিক সমকাল-এর ০৬ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,
প্রাইজবন্ড-এর ৩৪ কোটি ৬৮ লাখ টাকার পুরস্কারের কোন দাবিদার নেই।

এখানে আপনি ফ্রীতে প্রাইজবন্ড-এর ড্র'র ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে তা জানতে পারবেন।

কিভাবে কাজ করে?

সবার প্রথমে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করে, আপনার প্রাইজবন্ড-এর নাম্বার গুলো যোগ করতে হবে, এই কাজটি শুধু আপনাকে প্রথমবার করতে হবে। এরপর "প্রাইজবন্ড রেজাল্ট" গত দুই বছরে হওয়া ফলাফলের সাথে মিলিয়ে আপনাকে জানিয়ে দিবে আপনি পুরস্কার পেয়েছেন কি পান নি।

প্রাইজবন্ড নাম্বার কিভাবে যোগ করবো?

রেজিস্ট্রেশন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে আপনি আপনার প্রাইজবন্ড নাম্বার যোগ করতে পারবেন, আপনি চাইলে এক এক করে অথবা এক সাথে একের অধিকও যোগ করতে পারবেন। এক্সেল ফাইল থেকেও ইমপোর্ট করে আপনি প্রাইজবন্ড নাম্বার যোগ করতে পারবেন।

ফলাফল কিভাবে দেখব?

লগইন করার সাথে সাথেই আপনি আপনার ড্যাশবোর্ড-এ ফলাফল দেখতে পারবেন। গত দুই বছরে হওয়া ফলাফলের সাথে মিলিয়ে "প্রাইজবন্ড রেজাল্ট" আপনাকে জানিয়ে দিবে আপনি পুরস্কার পেয়েছেন কি পান নি। ই-মেইল ও এসএমএস দিয়েও আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।