জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রাইজবন্ড-এর খবর


প্রাইজবন্ড নিউজ

প্রাইজবন্ড নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর

117th Prize Bond Draw: October 31, 2024 – Check the Date and Details

The 117th Prize Bond Draw will be held on Thursday, October 31, 2024. Prize Bond draws are typically scheduled quarterly—on January 31, April 30, July 31, and October 31. However, if any draw date coincides with a weekend or public holiday, the draw is shifted to the next working day. As October 31, 2024, falls on a Thursday, the draw will proceed as planned. In case of any unforeseen changes, updates will be communicated through official channels, including social media platforms.

আজ ১১৬ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে।

আজ, ৩১শে জুলাই ২০২৪, ১১৬তম প্রাইজবন্ড ড্র নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। তিন মাস পর পর অনুষ্ঠিত হওয়া এই ড্রটি নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। বিশেষ করে চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকেই মনে করছিলেন, ড্রটি পিছিয়ে যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, করোনা মহামারির সময় প্রাইজবন্ডের ৯...

১১৫তম প্রাইজবন্ডের ড্রয়ের ফল প্রকাশ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৫তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০৭২১৫৯৩। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৩০৫৫৭৩। এ ছাড়া ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর যথাক্রমে ০৩০০৯৭০ ও ০৬৬৮৮৩৮।

কেন প্রাইজবন্ড এর রেজাল্ট দেখতে এই ওয়েবসাইটি ব্যবহার করবেন?

আপনি এখানে তিনটি সহজ উপায়ে, গত দুই বছরে হওয়া ড্রয়ের সাথে আপনার প্রাইজবন্ডের রেজাল্ট মিলিয়ে দেখতে পারবেন।

প্রথম পদ্বতি প্রাইজবন্ড নাম্বার দিয়ে সরাসরি সার্চ করে দেখা

এই ওয়েবসাইটের হোমপেইজে দেওয়া সার্চ বক্সটি ব্যবহার করে আপনি সহজেই আপনার রেজাল্ট সার্চ করতে পারবেন।

দ্বিতীয় পদ্বতি প্রাইজবন্ড নাম্বার একাউন্টে সংরক্ষন করে রাখা

রেজিস্ট্রেশন করে আপনার প্রাইজবন্ডের নাম্বার গুলো আপনার একাউন্টে সংরক্ষন করে রাখবেন, পরে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি ফলাফল জেনে যাবেন।

তৃতীয় পদ্বতি Excel ফাইল থেকে প্রাইজবন্ড নাম্বার একাউন্টে সংরক্ষন করে রাখা

আপনার কাছে প্রাইজবন্ডের সিরিজ আর নাম্বার যদি Excel অথবা CSV ফাইল আকারে থেকে থাকে, তবে আপনি খুব সহজেই এক ক্লিকে সবগুলো নাম্বার আপনার একাউন্টে যোগ করে নিতে পারবেন। পরে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে তা জানিয়ে দেওয়া হবে।

*** দ্বিতীয় পদ্বতি ও তৃতীয় পদ্বতি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক বার আপনার প্রাইজবন্ড নাম্বার গুলো আপনার একাউন্টে যোগ করা হয়ে গেলে তা আজীবন সংরক্ষিত থাকবে। পরবর্তীতে শুধু আপনি লগইন করলেই, ফলাফল দেখতে পারবেন। ড্র'র ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমেও তা জানিয়ে দেওয়া হবে।

প্রাইজবন্ড রেজাল্ট ওয়েবসাইটের কাজ কি?

আপনি কি জানেন দৈনিক সমকাল-এর ০৬ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,
প্রাইজবন্ড-এর ৩৪ কোটি ৬৮ লাখ টাকার পুরস্কারের কোন দাবিদার নেই।

এখানে আপনি ফ্রীতে প্রাইজবন্ড-এর ড্র'র ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে তা জানতে পারবেন।

কিভাবে কাজ করে?

সবার প্রথমে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করে, আপনার প্রাইজবন্ড-এর নাম্বার গুলো যোগ করতে হবে, এই কাজটি শুধু আপনাকে প্রথমবার করতে হবে। এরপর "প্রাইজবন্ড রেজাল্ট" গত দুই বছরে হওয়া ফলাফলের সাথে মিলিয়ে আপনাকে জানিয়ে দিবে আপনি পুরস্কার পেয়েছেন কি পান নি।

প্রাইজবন্ড নাম্বার কিভাবে যোগ করবো?

রেজিস্ট্রেশন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে আপনি আপনার প্রাইজবন্ড নাম্বার যোগ করতে পারবেন, আপনি চাইলে এক এক করে অথবা এক সাথে একের অধিকও যোগ করতে পারবেন। এক্সেল ফাইল থেকেও ইমপোর্ট করে আপনি প্রাইজবন্ড নাম্বার যোগ করতে পারবেন।

ফলাফল কিভাবে দেখব?

লগইন করার সাথে সাথেই আপনি আপনার ড্যাশবোর্ড-এ ফলাফল দেখতে পারবেন। গত দুই বছরে হওয়া ফলাফলের সাথে মিলিয়ে "প্রাইজবন্ড রেজাল্ট" আপনাকে জানিয়ে দিবে আপনি পুরস্কার পেয়েছেন কি পান নি। ই-মেইল ও এসএমএস দিয়েও আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।