এবারের ড্র-এ প্রথম পুরস্কার হিসাবে ৬ লাখ টাকা জিতেছেন ০৫৪৪২২২ নম্বরধারী। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন ০২৪১৭৬৮ নম্বরধারী।
তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পেয়েছেন দুটি নম্বর – ০৫৫৩৮৪৫ এবং ০৯৬৪০৫২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছেন ০০৫৪৩৮২ ও ০১৯৭১৪২ নম্বরধারী।
সবচেয়ে বেশি সংখ্যক বিজয়ী হয়েছেন পঞ্চম পুরস্কারে – ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর এই পুরস্কার পেয়েছে।
এই ড্রতে মোট ৮২টি সিরিজ থেকে বিজয়ী নির্বাচন করা হয়।...